>

Header Ads

ডিগ্রি ১ম বর্ষ ২০২২ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র সাজেশন ২০২৪ Degree 1st Year 2022 Finance & Banking 2nd Paper Suggestion 2024

 ডিগ্রি ১ম বর্ষ ২০২২ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র সাজেশন ২০২৪ Degree 1st Year 2022 Finance & Banking 2nd Paper Suggestion 2024



#ডিগ্রি_প্রথম_বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র সাজেশন 

Tag: Degree 1st Year 2022 Finance & Banking 2nd Paper Suggestion 2024,ডিগ্রি ১ম বর্ষ ২০২২ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র সাজেশন ২০২৪,ডিগ্রি ১ম বর্ষ ২০২২ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র সাজেশন,Degree 1st Year 2022 Finance & Banking 2nd Paper Suggestion,

১. ব্যাংকিং কী

উত্তর:- মক্কেল এবং ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়।


২. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?

উত্তর:- যে ব্যাংককে করে দেশের ব্যাংক ব্যাংক্য ব্যবস্থা পড়ে উঠে এবং অন্যান্য ব্যঅংথ যে ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।


৩. ইন-ব্যাংকিং কী? ?

উত্তর:- অ-ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলতে এমন সব প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো জনগণ থেকে আমানত বা প্ৰায় অৰ্থ সংগ্রহ করে এবং সদস্য বা গ্রাহকদের বন্ধকী বা অপরাপর ধরনের ঋণ সরবরাহ করে। (৯৯%)


৪. আর্থিক মধ্যস্থতকারী প্রতিষ্ঠার নাম কী?

উত্তর:- স্টক মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় যসেব প্রতিষ্ঠানসমূহ সার্বিক ভূমিকা লালন পালন করে থাকে তাদেরকে আর্থিক

প্রতিষ্ঠান বলে।


৫. মোবাইল ব্যাংকিং কী?

উত্তর:- ব্যাংক তার মক্কেলকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে মোবাইল ব্যাংকিং বলে।


৬. NGO এর পূর্ণরূপ লিখ।

উত্তর:-Non- Government Organization.


৭. ক্রেডিট কার্ড কী?

উত্তর:- পণ্যদ্রব্য ক্রয় বা অন্যান্য খরচের বিল পরিশোধের যে কার্ড ব্যবহার করা হয় তাকে ক্রেডিট কার্ড বলে।


৮. মক্কেল কে?

উত্তর:- যার ব্যাংকে চলতি বা স্থায়ী হিসাব আছে অথবা অনুরূপ কোনো সম্পর্ক বিদ্যমান তাকে মক্কেল বলে।


৯. পূৰ্বস্বত্ব কী?

উত্তর:- ঋণ গ্রহণকারী কর্তৃক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণ গ্রহণকারীর সম্পত্তিতে ঋণদাতার অধিকারকে পূৰ্বস্বত্ব বলে।


১০. গাণিশি আদেশ কী?

উত্তর:- যখন আদালত কোন ব্যাংকে কোন নির্দিষ্ট হিসাবের যাবতীয় কত লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করতে বলে অথবা কোন সুনির্দিষ্ট পক্ষকে উক্ত ব্যাংক হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের হুকুম দেয় থাকে গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশপত্র বলে।


১১. SMS ব্যাংকিং কি?

উত্তর:- যার মাধ্যমে গ্রাহকগণ মোবাইল থেকে SMS এর মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে তাকে SMS ব্যাংকিং বলে। 

১২. গ্রাহক কে?

উত্তর:- যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে এবং ব্যাংকের সাথে নিরবচ্ছিন্ন সম্পর্কের মাধ্যমে ব্যাংকিং সেবাসমূহ গ্রহণ করে তাদেরকে ব্যাংকের গ্রাহক বা মক্কেল বলে৷


১৩. ব্যাংক হিসাব কি?

উত্তর:- ব্যাংক যে হিসাবের মাধ্যমে আমানতকারীর জমাকৃত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে উত্তোলনের সুযোগ দেয় এবং মক্কেলের সাথে সকল ব্যাংকিং সম্পর্ক রক্ষা করে থাকে তাকে ব্যাংক হিসাব বলে। 


১৪. চলতি হিসাব কী?

উত্তর:- ব্যাংক আমানতকারীর যে হিসাবের মাধ্যমে কার্যদিবসের যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুবিধা দেয় তাকে চলতি হিসাব বলে ।


১৬. নমুনা স্বাক্ষর কাড কা?

উত্তর:- চেকে আমাতনকারীর স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।


১৭. চলতি আমানত কী?

উত্তর:- চলতে হিসাবের মাধ্যমে সংগৃহীত আমানতকে চলতি

আমানত বলা হয়। 


১৮. মনোনীত ব্যক্তি কে?

উত্তর:- আমানতকারী তার মৃত্যুওর পর আমানতকারীর অর্থের সম্পূর্ণ বা অংশিক মালিকানার জন্য যাদের মনোনীত করে তাকে নামিনী বা মনোনীত ব্যক্তি বলে।


১৯. হস্তান্তরযোগ্য দলিল কী?

উত্তর:- বাণিজ্যিক লেনদেন অর্থ নয় অথচ শর্তসাপেক্ষে অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল বলে।


২০. দাগকাটা চেক কী?

উত্তর:- যে চেকের উপরিভাগে দুইটি সমান্তরাল রেখা একে তার ভেতর কোনো বিষয় বা শব্দাবলি অন্তর্ভূক্ত করা হয় তাকে দাগকাটা চেক বলা হয় ।


২১. অঙ্গীকারপত্র কী?

উত্তর:- অঙ্গীকারপত্র বলতে সাধারণত এমন কোনো পত্র বা দলিলকে বুঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার প্রদান করে ।


২২. ধারক বলতে কী বুঝ?

উত্তর:- ঢেকের দখল রাখার এবং ঐ দলিলের পক্ষসমূহের নিকট দলিলের প্রাপ্য অর্থ পাওয়ার বা আদায় করার অধিকারী ব্যক্তিকে উক্ত দলিলের ধারক বা স্বত্বাধিকারী বল হয়। 


২৩. সাধারণ স্বীকৃতি কী?

উত্তর:- বিনিময় বিলের উপর গ্রাহক যখন স্বাক্ষর করে কোনো রূপ শর্ত আরোপ ছাড়াই সম্পূর্ণভাবে স্বীকার করে তাকে সাধারণ স্বীকৃতি বলে।


২৪. তারল্য কী?

উত্তর:- অর্থের তাৎক্ষণিক চাহিদা পূরণের লক্ষ্যে কোনো সম্পত্তিকে নূন্যতম সময়ে ও ক্ষতিতে নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে।


২৫. ব্যাংক তারল্য কী?

উত্তর:- ব্যাংক জমাকৃত বলিও টাকার একটি নির্দিষ্ট অংশ হাতে নগদ জমা রেখে বাকি অংশ বিনিয়োগ করা গেলে তাকে ব্যাংকের তারল্য বলে। (৯৯)


২৬. CRR কি?

উত্তর:- কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা অনুযায়ী প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংককে নিজের কাছে যে পরিমাণ সংরক্ষণ হয় তাকে CRR বলা হয়। (৯৯%)


২৭. ব্যাংকের তারল্য নীতি কাকে বলে?

উত্তর:- আমানতকারীদের আমানতকৃত অর্থ ফেরত দিতে নগদ অর্থ জমা রাখে, এটাই হলো ব্যাংকের তারল্য নীতি।


২৮. ঋণ বা ব্যাংক ঋণ বলতে কী বুঝ?

উত্তর:- ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সুদের বিনিময়ে প্রদত্ত ধারকে ব্যাংক ঋণ বলে। (৯৯%)


২৯. স্থায়ী বন্ধক কী?

উত্তর:- স্থায়ী বন্ধক হলো এমন একটি বন্ধক যেখানে সুদের সর্বত্র একই থাকে ।


খ নং গ নং সাজেশন এই গ্রুপে 👉 ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন 

৩০. 5c কী?

উত্তর:- Capacity, Collateral, Capital, Conditions, Character. (৯৯%)


৩১. ক্ষতিপূরণের নীতি কি?

উত্তর:- বিমাগ্রহীতাকে সৃষ্ট ক্ষতিপূরণ করাই বিমার মূলকথা। এই নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানির ক্ষতিপূরণ করে। (৯৯%)


৩২. জমাতিরিক্ত ঋণ কী?

উত্তর:- কোন গ্রাহক যখন। তার চলতে হিসাবে জমাকৃত

অর্থের ব্যাংকের অনুমোদন সাপেক্ষ উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে। 


৩৩. স্থায়ী বা নির্দিষ্ট প্রত্যয়পত্র বলতে কী বুঝ?

উত্তর:- ইস্যুকারী ব্যাংক যে। প্রত্যয়পত্রের অধীনে সকল বিনিময় বিলের মযার্দা দানের নিশ্চয়তা প্রদান করে তাকে নিশ্চিত প্ৰত্যয়পত্র বলে। 


৩৪.LC এর পূর্ণরূপ লিখ।

উত্তর:-Letter of পুরান



#ডিগ্রি_প্রথম_বর্ষ

#ফিন্যাস দিতীয় পত্রের সাজেশন 

             খ– বিভাগ

১.বাংলাদেশের মূলধন বাজারে খেলোয়াড় কারা? 


২. বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে ব্যাখ্যা কর


৩. অ-ব্যাংক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর।


৪. বাংলাদেশের আর্থিক কাঠামো সম্পর্কে আলোচনা কর


৫. ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের সমস্যা লিখ।[


৬. ব্যাংক ধার করা অর্থের ধারক-ব্যাখ্যা কর


৭. মক্কেলের প্রতি ব্যাংকের দায়িত্ব আলোচনা কর।


৮. আমনতি হিসাবের শ্রেণিবিভাগ উল্লেখ কর। 


৯. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে পার্থক্য আলোচনা কর।


১০. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ কি কি


১১. ব্যাংক তহবিলের উৎসসমূহ লিখ। 


১২. উত্তম জামানতের বৈশিষ্ট্য বর্ণনা কর


১৩. আদর্শ ঋণ ও সমস্যাগ্রস্থ ঋণের মধ্যে পার্থক্য লিখ


১৪. ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর


১৫. এল সি কাকে বলে? কিভাবে প্রত্যয়পত্র খোলা হয়? 


১৬. বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলসমূহ কি কি


১৭. মোবাইল ব্যাংকিং বলতে কী বুঝ?


১৮. ওয়াই ফাই এর সুবিধা আলোচনা কর।


১৯. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য লিখ।


২০. ইলেক্ট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব বর্ণনা কর।


 ২১. নৌ-বিমার ব্যবসায়ের সমস্যাসমূহ উল্লেখ কর।


২২. বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা কর।


 ২৩. বাংলাদেশের জাতীয় উন্নয়নে বিমার অবদান লিখ


২৪. বিমা চুক্তি কী? এর কার্যাবলি আলোচনা কর


গ – বিভাগ

ক নং সাজেশন এই গ্রু পে ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন 


১. একটি দেশের পুজি আর্থিক মধ্যস্থতার ভূমিকা আলোচনা কর । 


২. বিমা ব্যবসায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা উপায়সমূহ বর্ণনা কর।


৩. ব্যাংকার ও মক্কেলের মধ্যে সাধারণ সম্পর্ক আলোচনা কর।


৪. চেকের প্রতারণা ও জালিয়াতি রোধের পাচটি পন্থা উল্লেখ কর । 


৫. বিনিময় বিল কী? বিনিময় বিলের প্রকারভেদ ও গুরুত্ব লিখ।


৬. স্ব-তারল্য তত্ত্ব এবং প্রত্যাশিত আয় তত্ত্বের পার্থক্য লিখ।


৭. বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর


৮. ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে বিমার গুরুত্ব আলোচনা করা। 


৯. সকল চুক্তিই সন্মতি, কিন্তু সন্মতি চুক্তি নয়- ব্যাখ্যা কর। 


১০. বিমাযোগ্য স্বার্থ সংরক্ষণশীল পক্ষসমূহ আলোচনা কর


১১. বিমাকরণ এবং নিশ্চয়তা কি? বিমার প্রয়োজনীয়তা আলোচনা কর


১২. চুক্তির সংজ্ঞা দাও। বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা কর। 


১৩. বিমাযোগ্য স্বার্থ কী? বৈধ বিমাযোগ্য স্বার্থের উপাদানসমূহ আলোচনা কর


১৪. প্রিমিয়াম কাকে বলে? জীবন বিমার হার নির্ধারণকারী উপাদান সমূহ লিখ


১৫. ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে? ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রকারভেদ আলোচনা কর


১৬. ব্যাংক ঋণ বলতে কী বুঝ? ব্যাংক ঋনের গুরুত্ব আলোচনা কর। 


১৭. বিনিময় বিলের অমর্যাদা কী? কী কী উপায়ে বিনিময় বিলের প্রত্যাখ্যান হয়? 


১৮. সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। 


১৯. হস্তান্তরযোগ্য দলিল কী? এর শর্তাবলি ও প্রকারভেদ আলোচনা কর


২০. হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যগুলো লিখ। চেক অমর্যাদার কারণগুলো কী কী? 


২১. একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উত্তম এবং কেন? 


২২. বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও‌।


২৩. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর।


২৪. শেয়ার বাজার কাকে বলে? বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর্।


২৫. আর্থিক বাজার বলতে কী বুঝ? বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিকসমূহ আলোচনা কর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.