টপটেম কাটাবন শাখায় অনুপস্থিতির জন্য ক্ষমা চেয়ে এইচ আর বরাবর আবেদন লেখার নিয়ম Application to the authorities for not deducting salary for absence of one day
টপটেম কাটাবন শাখায় অনুপস্থিতির জন্য ক্ষমা চেয়ে এইচ আর বরাবর আবেদন লেখার নিয়ম
TOP Ten Katabon branch salary sheet problems HR Application
তারখি: ৩০/০৪/২০২৪ইং
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
টপটেন মার্ট লিঃ
মল্লিক টাওয়ার (২য় তলা) , চিড়িয়াখানা রোড
মিরপুর-১, ঢাকা -১২১৬
বিষয়:- রমজান মাসে ১দিনের অনুপস্থিতিতে ৩ দিনের বেতর্ন কর্তন না করার জন্য ক্ষমা চেয়ে আবেদন
জনাব,
বিনীত নিবেদন এইযে, আমি মো: আসাদুজ্জামান জামান আসাদ, আইডি: এফ-৩৭৪৬ , পদবী: ডেলিভারি ম্যান, আপনার প্রতিষ্টানের কাটাবন শাখায় টেইলার্স সেকশনে কর্মরত আছি। ঈদের কেনা কাটা করতে গত ৭ এপ্রিল ২৭ রমজান দুপুর ১২.৩০ এ টেইলার্স ম্যানেজারের অনুমতি নিয়ে কেরানিগঞ্জ যাই, রাস্তায় জ্যাম থাকায় আমার আসতে একটু লেট হয়। বিকেল: ৫:০০ টার সময় শো-রুমে উপস্থিত হলে ম্যানেজার আমাকে ডিউটি দেয় না, বাসায় চলে যেতে বলে , আমি কম্পানির নিয়ম সর্ম্পকে অবগত থাকায় অনেক রিকোয়েস্ট করি ডিউটি করতে চাই, শাখা ব্যাবস্থাপক আমাকে ১ দিনের বেশি সেলারি না কাটার কথা বলে বাসায় পাঠিয়ে দেয়। ঈদের পর সেলারি সিটে আমাকে ৩ দিনের অনুপস্থিতি দেখানো হয়েছে । বিষয়টি শাখা ব্যবস্থাপকের নিকট জানানো হয়েছে।
অতএব,
আপনার কাছে আমার আকুল আবদেন এইযে, আমাকে সাধারন ক্ষমা করে আমার ১ দিনের বেতন কর্তন করার জন্য হুজুরের যেন মর্জি হয়।
নিবেদক:
নাম: মো: আসাদুজ্জামান আসাদ
পদবী: ডেলিভারি ম্যান
আইডি: এফ-৩৭৪৬-
শাখা: টপটেন কাটাবন মার্ট
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন