২০ হাজার টাকার বাজেটে ডিজিটাল মার্কেটিং ও হালকা গ্রাফিক্স ডিজাইন করার জন্য কেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে ? computer-for-freelance-designer
২০ হাজার টাকার বাজেটে ডিজিটাল মার্কেটিং ও হালকা গ্রাফিক্স ডিজাইন করার জন্য কেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে ?
২০ হাজার টাকার বাজেটে ভালো পিসি কোনটি?হুম, ২০ হাজার টাকা বাজেটে ভালো পিসি… বেশ, এখানে কিছু কথা আছে।
আসলে বাস্তবতা হল ২০ হাজার টাকায় মোটামুটি মানের একটা পিসি হয় না। তার জন্য আপনাকে কমপক্ষে ৩০ হাজার খরচ করতে হবে। বলছি না যে ২০ হাজারে সম্ভব না, সম্ভব, কিন্তু ঐ বাজেটে পিসি কেনার চেয়ে আমার মতে না কেনাই উত্তম। তাও আমার চেষ্টা থাকল ২০ হাজারের কাছাকাছি বিল্ডটা সাজানোর।
আরেকটা কথাঃ ডেস্কটপ পিসিগুলোয় অনেক সময়ই মনিটর ছাড়া বিল্ড দেয়া হয়, যে কিনবেন তিনি তার পছন্দমতো বাজেটে মনিটর কিনে নেন। আপনি উল্লেখ করেননি মনিটর সহ নাকি মনিটর ছাড়া। আর যেহেতু আমাদের বাজেট এমনিতেই সীমিত, আমি মনিটর ছাড়াই বিল্ডটি দেখাচ্ছি। মনিটর আপনার উপর থাকল।
CPU: AMD Ryzen 3 2200G Quad-Core With Radeon Vega 8 Graphics
8000/-
Motherboard: MSI A320M-A Pro AMD Micro-ATX
5700/-
Ram: Apacer 8GB DDR4 2666MHz
2800/-
Boot Drive: HP S700 Pro 128GB 2.5" SSD
2000/-
PSU: Antec Atom 350W 350 Watt
2300/-
Casing: XTREME V3
1700/-
Total: 22500/-
কিছু কথাঃ
CPU, Ryzen চয়েজ করার কারন হলঃ ১। যেহেতু আমরা চাইলেও এখানে আলাদা গ্রাফিকস কার্ড দিতে পারছি না, তাই Integrated Graphics-ই ভরসা, ২। AMD-র Integrated Graphics, Intel থেকে অনেক ভালো। বিশেষ করে তাদের Vega আর্কিটেকচারটা।
স্টোরেজ সেকশনে আমি কেবল বুট ড্রাইভ হিসেবে 128 GB একটা ডিস্ক অ্যাড করেছি। কারন, অফিস ওয়ার্কে স্টোরেজ একটু বেশি লাগলেও বাসায় টুকটাক ব্রাউজিং আর মুভি দেখার জন্য অত স্টোরেজ না হলেও চলে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এক্সট্রা ড্রাইভ নিয়ে নিবেন।
মাদারবোর্ডে যদিও 3200Mhz সাপোর্ট আছে, কিন্তু বাজাটে সংকুলান করার জন্য আমি 2666Mhz এর র্যাম দিয়েছি। আপনার সম্ভব হলে অবশ্যই একটা 3200Mhz এর র্যাম অ্যাড করে নিবেন। যেমন এই র্যামটাঃ PNY XLR8 8GB DDR4 3200MHz.
MSI A320M-A Pro এ Ryzen 3 2200G ব্যবহারের জন্য BIOS আপডেটের প্রয়োজন হবে।যেখান থেকে পিসিটি কিনবেন, তাদের থেকে অবশ্যই BIOS আপডেট করে নিবেন।
সবশেষে এর সাথে একটা ৬-৭ হাজারের মনিটর অ্যাড করে দিলেই আপনার বিল্ড কমপ্লিট! আমি দু'টা মনিটরও অ্যাড করে দিলাম আপনার সুবিধার্থে, দুটোই Full HD রেজুলিউশনের।
HP V214b 20.7-inch Monitor - 6700/-
ViewSonic VA2261-2 22" 1080p - 7500/-
সবশেষে, বেসিক সব অফিস ওয়ার্ক থেকে শুরু করে হালকার উপর ঝাপসা গেমিংএও পিসিটা চালিয়ে দিতে পারবেন, কমপক্ষে আগামী ২/৩ বছরের জন্য।
ধন্যবাদ।
গ্রাফিক্স ডিজাইনের জন্য সর্বনিম্ন কত টাকা দামের কম্পিউটার কিনতে হবে?