দ্রুত টাইপ শেখার কৌশল ও কিবোর্ড ধরার নিয়ম ! Quick Typing Techniques and Keyboarding Rules www.alaminitbd.blogspot.com
দ্রুত টাইপ শেখার কৌশল ও কিবোর্ড ধরার নিয়ম ! How to Typing Speed Fast in Bangla
দ্রুত টাইপ শেখার কৌশল ও কিবোর্ড ধরার নিয়ম
দ্রুত টাইপিং শেখার কিছু কার্যকরী উপায় হলোঃ
·
সঠিক পজিশনে বসা
·
সকল আঙ্গুল ব্যবহার
·
কিবোর্ড শর্টকাট শেখা
·
সঠিক কিবোর্ড ব্যবহার
·
টাচ টাইপিং
·
10fastfingers এ অনুশীলন
·
শুধুমাত্র কিবোর্ড ব্যবহার
·
স্বশব্দে টাইপ করুন
·
গেমের মত টাইপ করুন
·
অনুশীলন
·
টাইপিং শেখার জন্য দু'সপ্তাহ অনেক সময়। টাচ টাইপিং শেখার অনেক ভিডিও পাবেন অনলাইনে। যেহেতু এটা একটা টাইপিং প্যাটার্ন তাই সবাই আপনাকে একই জিনিস ভিন্নভাবে ব্যাখ্যা করবে। এক্ষেত্রে উদাহরণের উপর তারতম্য থাকতে পারে। আমি আপনাকে সবথেকে সহজ এবং কার্যকর পন্থা বলবো। আপনাকে শুধু পর্যাপ্ত সময় আর আর ধৈর্য সহকারে অনুশীলন করতে হবে।
·
ধাপ ১ঃ
·
কি-বোর্ডের সাথে হাতের পজিশন ঠিক করুন। কোন যায়গায় কোন আঙুল রাখবেন ভালো ভাবে খেয়াল করুন। লক্ষ করলে দেখবেন প্রায় প্রত্যেকটা কি-বোর্ডে "F" এবং "J" বাটনে ছোট বাম্প দেয়া থাকে। এর মাধ্যমেই আপনি কি-বোর্ডের মধ্যে আপনার হাতের অবস্থান নির্নয় করতে পারেন। নিচের চিত্রটি লক্ষ করুন। এই বাটনগুলোতে ১০ বার করে চাপতে থাকুন। অনেকটা পিয়ানো বাজানোর মতো করে। মনে রাখবেন যেই বাটনের জন্য যে আঙুল বরাদ্দ ঠিক সেটাই ব্যবহার করুন।
·
ধাপ ২ঃ
·
আপনি আঙুলের অবস্থান ঠিকঠাক করতে পেরেছেন এবার আপনার এই বাটনগুলোর বাইরে অন্য বাটনগুলো ব্যবহার করতে হবে। তাই আপনাকে আঙুলের মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। কোন বাটনের জন্য কোন আঙুল ব্যবহার করতে হবে তার জন্য নিচের চিত্রটি লক্ষ করুন। এখানে কালার দিয়ে কোন আঙুলের সাথে কোন বাটন সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ ধৈর্য নিয়ে দেখে দেখে অনুশীলন চালিয়ে যান।
·
ধাপ ৩ঃ
·
আপনি আপনার আঙুলের মুভমেন্ট সঠিকভাবে সম্পন্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনি দেখে দেখে টাইপ করতে পারেন। এবার এই বাক্যটি একটা ওয়ার্ড ফাইলে ১০০ বার লিখে ফেলুন। বাক্যটিতে ইংরেজি সবগুলো বর্ন রয়েছেঃ The quick brown fox jumps over the lazy
dog.
·
এবার আপনার অনুশীলন চালিয়ে যাবার পালা যতদিন না আপনি টাইপিং স্পীড নিয়ে সন্তষ্ট হতে পারছেন। আমি জানি লিখে বা বলে যতই বোঝাবো আপনার কাছে বিভ্রান্তিকর লাগবে তাই এই ভিডিওটি সংযোক্ত করে দিলাম। দেখে নিবেন। সাথে চর্চা চালিয়ে যাবেন।
·
আপনার জন্য শুভকামনা। তাড়াতাড়ি টাইপিং শিখে আপনার জ্ঞান, চিন্তার সমন্বয় গঠিয়ে কোরা বাঙলাকে সমৃদ্ধ করুন।
·
ছবিসুত্রঃ গুগল ইমেজ।
দ্রুত টাইপ শেখার কৌশল ও কিবোর্ড ধরার নিয়ম
দ্রুত টাইপ করা কিংবা কিবোর্ড টাইপিং দ্রুত করার জন্য কিছু অভিনব কৌশল রয়েছে, যা আয়ত্ব করলে সহজেই আপনি আপনার টাইপিং গতি বাড়াতে সক্ষম হবেন।
দ্রুত টাইপ করার কৌশল :
তবে দ্রৃত টাইপ করতে হলে আপনাকে নিয়মিত টাইপ করতে হবে, অর্থাৎ টাইপিং অনুশীলনের বিকল্প নেই। দ্রুত টাইপ করার জন্য বিভিন্ন সফ্টওয়্যার রয়েছে, যা আপনাকে প্রতিদিন ব্যবহৃত শব্দগুলো টাইপ করার জন্য দিবে।
এতে করে প্রতিদিনের ব্যবহৃত শব্দ এর মাধ্যমে আপনি সহজে টাইপ করতে পারবেন এবং টাইপিং স্পিড দ্রুত হবে।
দ্রুত টাইপ করার গোপন রহস্য:
দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়। এছাড়াও দ্রুত টাইপ করার জন্য আপনাকে প্রথমে একটি আরাম এবং নিরিবিলি জায়গা বেছে নিতে হবে।
এতে করে আপনি মনোযোগ দিয়ে এবং অনেকটা এডভেঞ্চার এর মত টাইপ এ মনোযোগ দিতে পারবেন। দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।
টাইপিং এ বসার নিয়ম :
কিবোর্ড ধরার বা কিবোর্ডে হাত বসানোর নিয়ম:
কিবোডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘F’ কি, মধ্যমাতে ‘D’, অনামিকাতে ‘S’, কড়ে আঙুলে ‘A’। ডান হাতের তর্জনী রাখুন ‘J’, মধ্যমাতে ‘K’, অনামিকাতে ‘L’ ও কড়ে আঙুল রাখুন ‘;’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন Space
Bar এ। তর্জনীকে টাইপিং এর ভাষায় মুক্ত আঙুল বলা হয়। এটি সামনের অক্ষরটিও টাইপ করতে ব্যবহৃত হয়। তাই বাঁ হাতের তর্জনী G তে রাখুন । এবং ডানহাতের তর্জনী H তে
তাহলে দাঁড়ায় বাম হাতে: ASDFG
ডান হাতে: ;LKJH
কিবোর্ড ধরার নিয়ম:
আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘ASDFG’ এরপর স্পেস দিয়ে ‘:LKJH ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।
কিবোর্ড ধরার ও টাইপিং এর নিয়ম :
টাচ-টাইপিং :- আপনি যখন কিবোর্ড না দেখেই টাইপ করা শুরু করবেন, তখন সেটা হবে টাচ-টাইপিং। টাচ-টাইপিং এর মাধ্যমে দ্রুত টাইপ করা যায়। আপনি যত বেশি প্রাকটিজ করবেন, তত টাচ-টাইপিং এ দক্ষতা অর্জন করবেন। শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।
টাচ টাইপিং এর নিয়ম :-
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং
আপনি যদি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বাংলা ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে ৷ তার পর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটি কে বাংলা করে নিতে হবে ৷ এমনকি CTRL+ALT+V বাটন চেপেও বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে পারেন ৷
বাংলা বর্ণমালয় মোট ৫১ টি বর্ণ রয়েছে তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৪০টি ব্যঞ্জনবর্ণ রয়েছে ।
স্বরবর্ণ
অ =
shift+F
আ =
G+F
ই = G+D
ঈ =
G+shift+D
উ =
G+S
ঊ =
G+shift+S
ঋ = G+A
এ = G+C
ঐ =
G+shift+C
ও =
X
ঔ
=G+Shift+X
ব্যঞ্জনবর্ণ ৪০ টি
ক =
J
খ
= Shift+J
গ =
O
ঘ = Shift+O
ঙ
= Q
চ = Y
ছ
= Shift+Y
জ = U
ঝ
= Shift+U ঞ
= Shift+I
ট
= T
ঠ
= Shift+T
ড
=E
ঢ
= Shift+E
ণ
= Shift+B
ত = K
থ
= Shift+K দ = L
ধ
= Shift+L ন
= B
প = R
ফ
= Shift+R
ব
= H
ভ
= Shift+H
ম =
M
য = W
র =
V
ল = Shift+V
শ = Shift+M
ষ = Shift+N
স =
N
হ = I
ড় = P
ঢ় = Shift+P
য় = Shift+W
ৎ = Bottom
ং = Shift+Q ঃ = Bottom
ঁ = Shift+
Up 7 Bottom
সংযুক্ত বর্ণ
ক্র= J+Z
ক্ত= J+G+K
ষ্ণ= Shift+N+G+shift+B
ব্দ= H+G+L
ন্ত= B+G+K
ঙ্খ= N+G+shift+J
ষ্ঠ= Shift+N+G+shift+T
স্থ= N+G+ shift+K
ল্প= Shift+V+G+R
ঞ্চ= Shift+I+G+Y
ক্ষ= J+G+ shift+N
স্ত্র= N+G+K+ Z
ঞ্জ= Shift+I+G+U
জ্ঞ= U+G+shift+I
ত্র= K+Z
ত্ত= K+G+K
স্ব= N+G
দ্ধ= L+G+shift+L
রূ= V+ shift+S
ঙ্গ= Q+G+O
ক্ষ্ণ= J+G+shift+N+G+B
স্ক= N+G+J
ক্স= J+G+N
ঙ্ক= Q+G+J
গ্ধ= O+G+shift+L
ঞ্ছ= Shift+I+G+shift+Y
Bangla
Typing in Computer | কম্পিউটারে বাংলা টাইপিং
Bangla Typing in Computer
| কম্পিউটারে বাংলা টাইপিং
সাধারনভাবে কম্পিউটার এ ইংরেজীতেই বেশি লেখা হয়, কারন কম্পিউটার প্রোগ্রামগুলো ইংরেজীতে লেখা থাকে। তবে প্রয়োজনে কম্পিউটারে আমাদের নিজস্ব ভাষায়ও লেখার প্রয়োজন হয়। সেক্ষোত্রে আমরা যদি কম্পিউটারে বাংলা ভাষায় কোন কিছু লিখতে চাই, তার জন্য কম্পিউটারে আলাদা একটি সফটওয়্যার প্রয়োজন হয়। সফটওয়্যারটি নাম হলো বিজয়।
বিজয় সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল করার পর নিম্নোক্ত ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে কি-বোর্ডকে বাংলায় রুপান্তর করা যায়।
১) এম.এস ওয়ার্ড ওপেন করতে হবে।
২) বিজয় সফটওয়্যারটি ওপেন করতে হবে।
৩) Font হিসেবে
sutonnyMJ নির্বাচন করতে হবে।
৪)
Keyboard হতে একসাথে একবার ctrl+Alt চেপে রেখে B প্রেস করতে হবে।
কী-বোর্ডকে বাংলায় রুপান্তর করার পর আমাদের স্বরবর্ন, ব্যঞ্জনবর্ন ও যুক্তবর্ন শিখতে হবে। যা নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো।
স্বরবর্নঃ
স্বরবর্ন |
বি:দ্র: “+” চিহ্নিত কী-গুলোকে একত্রে এবং “-” চিহ্নিত কী-গুলোকে আলাদা প্রেস করতে হবে।
ব্যঞ্জনবর্নঃ
ব্যঞ্জনবর্ন |
যুক্তবর্নঃ
যুক্তবর্ন বলতে দুই বা ততোধিক ব্যঞ্জনবর্নের সম্মিলিত রুপকে বোঝায়। এক্ষেত্রে দুটি ব্যঞ্জনবর্ন শুধুমাত্র পাশাপাশি লেখলেই বর্ন দুটি যুক্ত হবে না। দুটি বর্ন যুক্ত করার জন্য যুক্তকৃত বর্ন দুটির মাঝে (্) বা G প্রেস করতে হবে। যদি আমরা ক্ষ লিখতে চাই, তাহলে প্রথমে বুঝতে হবে এই যুক্তবর্নের মাঝে কোন ব্যঞ্জনবর্ন আছে। ক্ষ= ক+ষ মিলে হয়। তাই ক্ষ লেখার জন্য প্রেস করতে হবে J G
SHIFT+N.
নিম্নে কতগুলো যুক্তবর্নের রুপ দেয়া হলোঃ
** গ্র (গ+ র-ফলা) = O+Z ;
যেমনঃ গ্রাস
** গ্ল (গ+ল) =
O+G+(Shift+V) ; যেমনঃ গ্লাস
** গ্রু (গ+র+ু) = O+Z+S
; যেমনঃ গ্রুপ
** ঙ্ক (ঙ+ক) = Q+G+J
; যেমনঃ অঙ্কন
** ঙ্খ (ঙ+খ) =
Q+G+(Shift+J) ; যেমনঃ শঙ্খ
** জ্জ (জ+জ) = U+G+U
; যেমনঃ লজ্জা
** দ্ম (দ+ম) = L+G+M
; যেমনঃ পদ্মা
** জ্জ্ব (জ+জ+ব) =
U+G+(Shift+I) ; যেমনঃ উজ্জ্বল
** ট্ট (ট+ট) = T+T ;
যেমনঃ চট্টগ্রাম
** ন্ঠ (ন+ঠ) =
(Shift+B)+G+(Shift+T) ; যেমনঃ লণ্ঠন
** ত্থ (ত+থ) =
K+G+(Shift+K) ; যেমনঃ অশ্বত্থ
** ত্ম (ত+ম) = K+G+M
; যেমনঃ আত্ম
** ত্ত্ব (ত+ত+ব) =
K+G+K+G+H ; যেমনঃ তত্ত্বাবধায়ক
** ত্রু (ত+র-ফলা+ু) = K+Z+S
; যেমনঃ ত্রুটি
** দ্রু (দ+র+ু) = L+Z+S
; যেমনঃ দ্রুত
** ধ্রু (ধ+র-ফলা+ু) =
(Shift+L)+Z+S
** ন্থ (ন+হ) =
B+G+(Shift+K) ; যেমনঃ গ্রন্থ
** ন্ব (ন+ব) = B+G+H
; যেমনঃ অন্বেষণ
** ন্ম (ন+ম) = B+G+M
; যেমনঃ জন্ম
** ন্ট্রা (ন+ট+র+া) =
B+G+T+Z+F ; যেমনঃ কন্ট্রাক্টর
** ন্ড্রু (ন+ড+র+ু) =
B+G+K+Z ; যেমনঃ এন্ড্রু
** ন্দ্র (ন+দ+র-ফলা) =
B+G+L+Z ; যেমনঃ চন্দ্রিমা
** ন্ধ (ন+ধ) =
B+(Shift+L) ; যেমনঃ অন্ধ
** ব্ধ (ব+ধ) =
H+G+(Shift+L) ; যেমনঃ উপলব্ধি
** ভ্র (ভ+র) =
(Shift+H)+Z ; যেমনঃ ভ্রমণ
** ভ্রু (ভ+র+ু) =
(Shift+H)+Z+(Shift+S) ; যেমনঃ ভ্রুকটি
** ম্ন (ম+ন) = M+G+B
; যেমনঃ নিম্ন
** ক্ত (ক+ত) = J+G+k
; যেমনঃ তক্তা
** ক্ষ (ক+ষ) =
J+G+(Shift+N) ; যেমনঃ ক্ষমা
** হ্ম (হ+ম) = I+G+M
; যেমনঃ ব্রহ্মা
** ক্ষ্ম (ক+ষ+ম) =
J+G+(Shift+N)+G+M ; যেমনঃ লক্ষ্মী
** জ্ঞ (জ+ঞ) =
U+G+(Shift+I) ; যেমনঃ অজ্ঞ
** ঞ্জ (ঞ + জ) =
(Shift+I)+G+U ; যেমনঃ গুঞ্জন
** ঞ্চ (ঞ + চ) =
(Shift+I)+G+Y ; যেমনঃ চঞ্চল
** ব্ব (ব+ব) = H+G+H
; যেমনঃ আব্বা
** ত্ত (ত+ত) = K+G+K
; যেমনঃ মত্ত
** ত্র (ত+র) = k+Z ;
যেমনঃ ত্রাণ
** হৃ (হ+ ঋ) = I+ ; যেমনঃ হৃদয়
** ঘু (ঘ+ু) =
(Shift+O)+S ; যেমনঃ ঘুঘু
** হু (হ+ু) = I+S ;
যেমনঃ হুংকার
** শু (শ+ু) =
(Shift+M)+S ; যেমনঃ শুটকি
** ক্র (ক+র) = J+Z ;
যেমনঃ ক্রন্দন
** ন্ত্র (ন+ত+র) =
B+G+K+Z ; যেমনঃ মন্ত্র
** দ্ধ (দ+ধ) =
L+G+(Shift+L) ; যেমনঃ উদ্ধার
** দ্ভ (দ+ভ) =
L+G+(Shift+H) ; যেমনঃ উদ্ভাবক
** ক্স (ক+স) = J+G+N
; যেমনঃ কক্সবাজার
** ক্ম (ক+ম) = J+G+M
; যেমনঃ রুক্মিণী
** ক্ল (ক+ল) =
J+G+(Shift+V) ; যেমনঃ ক্লাস
** ঙ্গ (ঙ+গ) = Q+G+O
; যেমনঃ অঙ্গন
** স্ক্র (স+ক+র) =
N+G+J+Z ; যেমনঃ স্ক্রিন
** স্প্ল (স+প+ল) =
N+G+R+G+(Shift+V) ; যেমনঃ স্প্লিন্টার
** হ্ন (হ+ন) = I+G+B
; যেমনঃ বহ্নি
** স্ফ (স+ফ) = N+G+(Shift+R)
; যেমনঃ স্ফীত
** চ্ছ্ব (চ+ছ+ব) =
Y+G+(Shift+Y)+G+H ; যেমনঃ উচ্ছ্বাস
** হ্ব (হ+ব) = I+G+H
; যেমনঃ বিহ্বল
** চ্ছ (চ+ছ) =
Y+G+(Shift+Y) ; যেমনঃ যথেচ্ছা
** ক্ক (ক+ক) = J+G+J
; যেমনঃ চক্কর
** গ্ধ (গ+ধ) =
O+G+(Shift+L) ; যেমনঃ মুগ্ধ
** গ্ম (গ+ম) = O+G+M
; যেমনঃ বাগ্মী
** ল্কা (ল+ক+া) =
V+G+J+F ; যেমনঃ হাল্কা
** শ্ম (শ+ম) =
(Shift+M)+G+M ; যেমনঃ শ্মশান
** ষ্ক (ষ+ক) =
(Shift+N)+G+J ; যেমনঃ পরিষ্কার
** ষ্ঠ (ষ+ঠ) =
(Shift+N)+G+(Shift+T) ; যেমনঃ সুষ্ঠু
** ষ্প (ষ+প) =
(Shift+N)+G+R ; যেমনঃ নিষ্পাপ
** ষ্ফ (ষ+ফ) =
(Shift+N)+G+(Shift+R) ; যেমনঃ নিষ্ফল
** ষ্ট্র (ষ+ট+র-ফলা) =
(Shift+N)+G+T+Z ; যেমনঃ রাষ্ট্র
** ষ্ণ (ষ+ণ) =
(Shift+N)+G+(Shift+B) ; যেমনঃ উষ্ণ
** ষ্ম (ষ+ম) =
(Shift+N)+G+M ; যেমনঃ গ্রীষ্ম
** স্থ (স+হ) = N+G+(Shift+K)
; যেমনঃ অবস্থান
** স্ত্র (স+ত+র) =
N+G+K+Z ; যেমনঃ অস্ত্র
** স্ক্রু (স+ক+র+ু) =
N+G+J+Z+S ; যেমনঃ স্ক্রু
হৃ (হ+ ঋ) = I+ ; যেমনঃ হৃদয় ??
ইঞ্জিন কিভাবে?
ঞ+জ, যেমন= ইঞ্জিন
Computer shortcut keys
কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ
✅F1: সাহায্য (Help)
✅CTRL+ESC: Start
menu চালু
✅ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই
✅ALT+F4: প্রোগ্রম বন্ধ করা
✅ SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা
✅Windows
Logo+L: কম্পিউটার লক করা
✅CTRL+C: কপি
✅CTRL+X: কাট
✅CTRL+V: পেস্ট
✅CTRL+Z: আনডু
✅CTRL+B: অক্ষর বোল্ড করা
✅CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা
✅ CTRL+I: অক্ষর ইটালিক করা
✅SHIFT+right
click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু
✅SHIFT+double
click: বিকল্প ডিফল্ট কমান্ড
✅ALT+double
click: প্রোপার্টিজ প্রদর্শন
✅ F10: মেনু বার চালু করা
✅SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু
✅CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার
✅ALT+DOWN
ARROW: ড্রপ ডাউন মেনু খোলা
✅ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন )
✅ SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন
✅ ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা
✅CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া
✅ ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া
✅ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা
✅ CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা
✅ F2: নির্বাচিত ফাইল রিনেইম করা
✅ F3: ফাইল খোঁজা
✅F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা
✅ F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
✅ CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা
BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
✅Left
ALT+left SHIFT +PRINT SCREEN: Toggles high contrast on and off
✅Windows
Logo: Start menu;
✅Windows
Logo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
✅SHIFT+Windows
Logo +M: মিনিমাইজ আনডু করা
✅Windows
Logo+E: Windows Explorer চালু করা
✅Windows
Logo+F: Files অথবা Folders খোঁজা
✅Windows
Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
✅Windows
Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা
✅Windows
Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা
✅Application
key: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু
✅Windows
Logo+L: উইন্ডোজ লগ অফ করা
✅Windows
Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা
✅Windows
Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা
✅Windows
Logo+V: ক্লিপবোর্ড চালু করা
✅Windows
Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা
✅Windows
Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
Keyboard Shortcuts For Windows and Mac
Keyboard shortcuts are often used in modern operating systems and
computer software programs.
Using keyboard shortcuts could save you a lot of time.
Basic Shortcuts
Description |
Windows |
Mac OS |
Edit menu |
Alt + E |
Ctrl + F2 + F |
File menu |
Alt + F |
Ctrl + F2 + E |
View menu |
Alt + V |
Ctrl + F2 + V |
Select all text |
Ctrl + A |
Cmd + A |
Copy text |
Ctrl + C |
Cmd + C |
Find text |
Ctrl + F |
Cmd + F |
Find and replace text |
Ctrl + H |
Cmd + F |
New Document |
Ctrl + N |
Cmd + N |
Open a file |
Ctrl + O |
Cmd + O |
Print options |
Ctrl + P |
Cmd + P |
Save file |
Ctrl + S |
Cmd + S |
Paste text |
Ctrl + V |
Cmd + V |
Cut text |
Ctrl + X |
Cmd + X |
Redo text |
Ctrl + Y |
Shift + Cmd + Z |
Undo text |
Ctrl + Z |
Cmd + Z |
Text Editing
Description |
Windows |
Mac OS |
Cursor Movement |
||
Go to the right or to the beginning of next line break |
Right Arrow |
Right Arrow |
Go to the left or to the end of previous line break |
Left Arrow |
Left Arrow |
Go up one row |
Up Arrow |
Up Arrow |
Go down one row |
Down Arrow |
Down Arrow |
Go to the beginning of the current line |
Home |
Cmd + Left Arrow |
Go to the end of the current line |
End |
Cmd + Right Arrow |
Go to the beginning of the document |
Ctrl + Home |
Cmd + Up Arrow |
Go to the end of the document |
Ctrl + End |
Cmd + Down Arrow |
Move up one frame |
Page Up |
Fn + Up Arrow |
Move down one frame |
Page Down |
Fn + Down Arrow |
Go to beginning of previous word |
Ctrl + Left Arrow |
Option + Left Arrow |
Go to beginning of next word |
Ctrl + Right Arrow |
Option + Right Arrow |
Go to beginning of line break |
Ctrl + Up Arrow |
Cmd + Left Arrow |
Go to end of line break |
Ctrl + Down Arrow |
Cmd + Right Arrow |
Text Selection |
||
Select characters to the left |
Shift + Left Arrow |
Shift + Left Arrow |
Select characters to the right |
Shift + Right Arrow |
Shift + Right Arrow |
Select lines upwards |
Shift + Up Arrow |
Shift + Up Arrow |
Select lines downwards |
Shift + Down Arrow |
Shift + Down Arrow |
Select words to the left |
Shift + Ctrl + Left |
Shift + Opt + Left |
Select words to the right |
Shift + Ctrl + Right |
Shift + Opt + Right |
Select paragraphs to the left |
Shift + Ctrl + Up |
Shift + Opt + Up |
Select paragraphs to the right |
Shift + Ctrl + Down |
Shift + Opt + Down |
Select text between the cursor and the beginning of the current
line |
Shift + Home |
Cmd + Shift + Left Arrow |
Select text between the cursor and the end of the current line |
Shift + End |
Cmd + Shift + Right Arrow |
Select text between the cursor and the beginning of the document |
Shift + Ctrl + Home |
Cmd + Shift + Up Arrow or Cmd + Shift + Fn + Left Arrow |
Select text between the cursor and the end of the document |
Shift + Ctrl + End |
Cmd + Shift + Down Arrow or Cmd + Shift + Fn + Right Arrow |
Select one frame at a time of text above the cursor |
Shift + Page Up |
Shift + Fn + Up Arrow |
Select one frame at a time of text below the cursor |
Shift + Page Down |
Shift + Fn + Down Arrow |
Select all text |
Ctrl + A |
Cmd + A |
Find text |
Ctrl + F |
Cmd + F |
Text Formatting |
||
Make selected text bold |
Ctrl + B |
Cmd + B |
Make selected text italic |
Ctrl + I |
Cmd + I |
Underline selected text |
Ctrl + U |
Cmd + U |
Make selected text superscript |
Ctrl + Shift + = |
Cmd + Shift + = |
Make selected text subscript |
Ctrl + = |
Cmd + = |
Text Editing |
||
Delete characters to the left |
Backspace |
Backspace |
Delete characters to the right |
Delete |
Fn + Backspace |
Delete words to the right |
Ctrl + Del |
Cmd + Backspace |
Delete words to the left |
Ctrl + Backspace |
Cmd + Fn + Backspace |
Indent |
Tab |
Tab |
Outdent |
Shift + Tab |
Shift + Tab |
Copy text |
Ctrl + C |
Cmd + C |
Find and replace text |
Ctrl + H |
Cmd + F |
Paste text |
Ctrl + V |
Cmd + V |
Cut text |
Ctrl + X |
Cmd + X |
Redo text |
Ctrl + Y |
Shift + Cmd + Z |
Undo text |
Ctrl + Z |
Cmd + Z |
Web Browsers
Description |
Windows |
Mac OS |
Navigation |
||
Scroll down a frame |
Space or Page Down |
Space or Fn + Down Arrow |
Scroll up a frame |
Shift + Space or Page Up |
Shift + Space or Fn + Up Arrow |
Go to bottom of the page |
End |
Cmd + Down Arrow |
Go to top of the page |
Home |
Cmd + Up Arrow |
Go back |
Alt + Left Arrow or Backspace |
Cmd + Left Arrow |
Go forward |
Alt + Right Arrow or Shift + Backspace |
Cmd + Right Arrow |
Refresh a webpage |
F5 |
Cmd + R |
Refresh a webpage (no cache) |
Ctrl + F5 |
Cmd + Shift + R |
Stop |
Esc |
Esc |
Toggle full-screen |
F11 |
Cmd + Shift + F |
Zoom in |
Ctrl + + |
Cmd + + |
Zoom out |
Ctrl + - |
Cmd + - |
Zoom 100% (default) |
Ctrl + 0 |
Cmd + 0 |
Open homepage |
Alt + Home |
Option + Home or Option + Fn + Left Arrow |
Find text |
Ctrl + F |
Cmd + F |
Tab / Window Management |
||
Open a new tab |
Ctrl + T |
Cmd + T |
Close current tab |
Ctrl + W |
Cmd + W |
Close all tabs |
Ctrl + Shift + W |
Cmd + Q |
Close all tabs except the current tab |
Ctrl + Alt + F4 |
Cmd + Opt + W |
Go to next tab |
Ctrl + Tab |
Control + Tab or Cmd + Shift + Right Arrow |
Go to previous tab |
Ctrl + Shift + Tab |
Shift + Control + Tab or Cmd + Shift + Left Arrow |
Go to a specific tab number |
Ctrl + 1-8 |
Cmd + 1-8 |
Go to the last tab |
Ctrl + 9 |
Cmd + 9 |
Reopen the last closed tab |
Ctrl + Shift + T |
Cmd + Shift + T |
Open a new window |
Ctrl + N |
Cmd + N |
Close current window |
Alt + F4 |
Cmd + W |
Go to next window |
Alt + Tab |
Cmd + Tab |
Go to previous window |
Alt + Shift + Tab |
Cmd + Shift + Tab |
Reopen the last closed window |
Ctrl + Shift + N |
|
Open links in a new tab in the background |
Ctrl + Click |
Cmd + Click |
Open links in a new tab in the foreground |
Ctrl + Shift + Click |
Cmd + Shift + Click |
Print current webpage |
Ctrl + P |
Cmd + P |
Save current webpage |
Ctrl + S |
Cmd + S |
Address Bar |
||
Cycle between toolbar, search bar, and page elements |
Tab |
Tab |
Go to browser's address bar |
Ctrl + L or Alt + D |
Cmd + L |
Focus and select the browser's search bar |
Ctrl + E |
Cmd + E / Cmd + K |
Open the address bar location in a new tab |
Alt + Enter |
Opt + Enter |
Display a list of previously typed addresses |
F4 |
|
Add "www." to the beginning and ".com" to
the end of the text typed in the address bar (e.g., type
"w3schools" and press Ctrl + Enter to open
"www.w3schools.com") |
Ctrl + Enter |
Cmd + Enter or Control + Enter |
Bookmarks |
||
Open the bookmarks menu |
Ctrl + B |
Cmd + B |
Add bookmark for current page |
Ctrl + D |
Cmd + Opt + B or Cmd + Shift + B |
Open browsing history |
Ctrl + H |
Cmd + Shift + H or Cmd + Y |
Open download history |
Ctrl + J |
Cmd + J or Cmd + Shift + J |
Screenshots
Description |
Windows |
Mac OS |
Save screenshot of the whole screen as file |
Cmd + Shift + 3 |
|
Copy screenshot of the whole screen to the clipboard |
PrtScr (Print Screen) or Ctrl + PrtScr |
Cmd + Ctrl + Shift + 3 |
Save screenshot of window as file |
Cmd + Shift + 4, then Space |
|
Copy screenshot of window to the clipboard |
Alt + PrtScr |
Cmd + Ctrl + Shift + 4, then Space |
Copy screenshot of wanted area to the clipboard |
Cmd + Ctrl + Shift + 4 |
|
Save screenshot of wanted area as file |
Cmd + Shift + 4 |
৩. টাইপিং দ্রুত করার সফটওয়্যার
ইন্টারনেটে এমন অনেক ফ্রি সফটওয়্যার ও অনলাইন টুল রয়েছে, যেগুলি ব্যবহার করে আপনি আপনার টাইপিং এর স্পিড দ্রুত করে নিতে পারবেন।
এই ধরণের সফটওয়্যার বা অনলাইন টুল বিভিন্ন রকমের টাইপিং এর কার্য, কাজ এবং test আপনাদের দিবে।
এবং, সেই typing work ও test গুলি regular ভালো ভাবে practice করলে, অনেক জলদি আপনার টাইপিং করার ক্ষমতা অনেক ভালো হয়ে দাঁড়াবে।
এই online typing
practice tool বা website গুলির মধ্যে, “speedtypingonline.com”
টুলটি সেরা।
এই টুল ব্যবহার করে আপনারা কিবোর্ডে টাইপিং এর সঠিক নিয়ম ব্যবহার করে টাইপিং practice করতে পারবেন।
তাছাড়া, আপনাকে time এর অপসন দেয়া হবে যার মাধ্যমে আপনি কতটা জলদি টাইপিং এর কাজটি সম্পূর্ণ করেছেন সেটা জেনেনিতে পারবেন।
Time এর সাথে সাথে accuracy র অপশনের মাধ্যমে, আপনাকে দেয়া শব্দগুলি কতটা সঠিক ভাবে টাইপ করেছেন, সেটাও আপনি দেখতে পারবেন।
তাই, সোজা ভাবে বললে, এই অনলাইন টুল ব্যবহার করলে আপনি আপনার typing speed improve করার জন্য জরুরি সব অপসন পাবেন।
কিছু অন্য অনলাইন টাইপিং
practice tool হলো –
- www.keybr.com
- Thetypingcat.com
- Typingtest.com/trainer/
- play.typeracer.com/
- 10fastfingers.com/
৪. Regular typing pr
টাইপিং স্পীড কেমন ভাবে মাপা হয়? ডেটা এন্ট্রি কাজের জন্য কত টাইপিং স্পীড প্রয়োজন হয়?
এক মিনিটে কোন ব্যক্তি শব্দগত বা বানান ও যতিচিহ্নের ভুল ছাড়া নির্ভুলভাবে যতগুলো শব্দ লিখতে পারে তার পরিমাপকেই টাইপিং স্পীড হিসাবে ধরা হয়। ইংরেজিতে একে ডবলইউ.পি.এম(WPM) বা ওয়ার্ড পার মিনিট হিসাবে বলা হয়ে থাকে।
সাধারণত টাইপিংয়ের জন্য এ্যাভারেজ স্পীড হলো ৪০ থেকে ৫০ এর মাঝে। এর উপরের ৫০ থেকে ৭০ স্পীডকে যথেষ্ট ভালো বলে ধরা হয়। প্রফেশনাল টাইপিস্ট যারা তাদের স্পীড ৬৫ থেকে ৭৫ হয়ে থাকে। খুব আল্প সময়য়ে লেখার কাজ সাড়তে হয় এমন সব টাইপিস্টদের ৮০ থেকে ৯৫ স্পীড থাকতে হয় আর কিছু জব থাকে যেইখানে অ্যাডভান্সড টাইপিস্ট দরকার হয় যাদের স্পীড ১২০ এর উপরে পর্যন্ত হয়ে থাকে।
ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন ৬০ থেকে ৮০ স্পীড। ৮০ স্পীডে লিখতে পারাকে প্রফেশনাল যোগ্যতা হিসাবে ধরা হয়, যদিও ৬০ পার হতে পারলেই গ্রহণযোগ্যতা পাওয়া যায়।
'বিজয় বাংলা' নাকি 'অভ্র', বাংলা লেখার জন্য কোন টাইপিং শেখা ভালো?
আমি নিতান্তই সাধারণ বুদ্ধির মানুষ, অত ঝুট-ঝামেলা বুঝি না। গনু/লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করি।
বাংলা ভাষাটা আমার নিজের সম্পদ, যথেষ্ট সমৃদ্ধ ভাষা, অক্ষরগুলোও চমকপ্রদ। আমার নিজের ভাষা লিখতে অন্য ভাষার অক্ষর(অভ্র-ফোনেটিক) ব্যবহার করবো, এটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়।
আবার 'বিজয়' হল proprietary সফটওয়্যার, ব্যবহার করতে টাকা লাগে। মুক্তসোর্সের ভক্ত হিসেবে ক্লোজসোর্সের সফটওয়্যার ব্যবহার নিজেও যেমন করিনা, অন্যদের উৎসাহিত করারও কোন যুক্তি খুঁজে পাইনা।
এজন্য, আমার কাছে সবচেয়ে ভাল এবং উৎকৃষ্ট টাইপিং এর মাধ্যম হল "National
Keyboard Layout", উইন্ডোজ ব্যবহারকারীরা উল্লিখিত লিংক এ গিয়ে লেআউট টি ডাউনলোড করে ওইন্ডোজে টাইপ করতে পারেন। আর গনু/লিনাক্স এ এটি ডিফল্ট বাংলা টাইপের লেআউট হিসেবে থাকে। আলাদা কোন সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন নেই।
চিত্র: ন্যাশনাল বা জাতীয় কী-বোর্ড লেআউট।
যে কারণে বাংলাদেশ ন্যাশনাল কী-বোর্ড লেআউট শেখা প্রয়োজন:
১. এই লেআউট ব্যবহার করতে আলাদা কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় না।
২. যেহেতু এটা সরকারি লেআউট তাই সবসময় বিনামূল্যে ব্যবহারের নিশ্চয়তা শতভাগ।
৩. যেকোন প্ল্যাটফর্মেই ব্যবহার উপযোগী।
৪. এই লেআউট শিখলে অন্য কোন লেআউট শেখার প্রয়োজন হয় না।
(আমার বাস্তব অভিজ্ঞতা বলি, একদম শুরুর দিকে মাসখানেক উইন্ডোজ ব্যবহার করেছিলাম, তখন অভ্র এবং বিজয় ব্যবহার কিছুটা শিখি। এরপর যখন গনু/লিনাক্স নির্ভর অপারেটেং ব্যবহার শুরু করি তখন কিছুটা ঝামেলার সম্মুখীন হতে হয়, বাংলা অক্ষর বাংলায় লিখতে চাইবার তীব্র আকাঙ্ক্ষার জন্য অভ্রের ফোনেটিক লেআউটের প্রতি শুরু থেকেই বিরক্তি ছিল, তাই বিজয় না পেয়ে প্রভাত শেখা শুরু করি। কিন্তু প্রভাত লেআউট আরো বিরক্তিকর হয়, বিভিন্ন কমপ্লেক্স কী গুলো টাইপ নিয়ে সমস্যা হয়। তখন আকাশের চাঁদের মত এই লেআউট হাতে পাই। এরপর থেকে অন্যকিছু শিখতে হয়নি।)
এমন কোনো বাংলা বাক্য বা প্যারাগ্রাফ আছে কি, যেটার টাইপিং অনুশীলন করলে আমার বাংলা টাইপিং দ্রুত হবে?
আপনি যা খুশি আপনার সামনে যেকোনো ধরণে বাংলা বই খুলে টাইপ শুরু করে দেন হয়ে যাবে ।
আর সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন ১টা করে বাংলা সংবাদ পত্র কিনবেন এবং টাইপ করবেন একে করে একসাথে কয়েকটা উপকার হবে
যেমনঃ
১.পড়া মনোযোগ বাড়বে
২.টাইপিং শিখবেন
৩.অনেক তথ্য পাবেন
৪.দেশের হালচাল জানা হয়ে যাবে
আর সংবাদ পত্র টাইপ করলে নতুন কিছু শিখবেন কারণ লেখার শেষ নেই প্রচুর পরিমাণ অর্থ ও যুক্ত বর্ণ পাবেন।
আজকে আমি যে ওয়েবসাইট বা সফটওয়্যার গুলোর নাম বলবো সেগুলো সম্পর্ন ফ্রি। বেশি সংখ্যক সাইটতে আপনি রেজিস্টার না করে সরাসরি টাইপিং করতে পারবেন। তাহালে চলুন জেনে আসি।
1. Typingclub.com
2. Typing.com
3. Typingmaster.com
4. Ratatype.com
5. Thetypingcat.com
6. Rapidtyping.com
7. Keyhero.com
8. Goodtyping.com
9. Typing.academy
10.Keybr.com
11. Typingbolt.com
12.Typingstudy.com
আপনি যদি কম্পিউটার টাইপ করতে চান, তাহালে উপরের website / software গুলোর মাধ্যমে ঘরে বসে কম্পিউটার টাইপিং শিখতে পারবেন। আমি আগেই বলেছি এই সাইট গুলোর মাধ্যমে আপনি ঘরে বসে সম্পর্ন ফ্রিতে computer typing শিখে নিতে পারবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন