>

Header Ads

কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয় how to calculate electricity bill

কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয় how to calculate electricity bill | Alaminitbd.blogspot.com


প্রতি মাসের বিদ্যুৎ বিল হিসাব করার সহজ পদ্ধতি জেনে নিনHow to Calculate Electrical Bill

বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি  How to Calculate Electricity  Bill

চলতড়িৎ 3  বিদ্যুতের ইউনিট নির্ণয়   মাসিক বিদ্যুৎ বিল নির্নয়  HSC  SSC
পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহ্ তালার নামে শুরু করলাম ।

welcome My Video, I am  Alamin khan .In this video I Teach you  Easy system of Calculate Every Month Electrical Bill.I hope this video will very very helpful for Electrical Engineer students and Every person. 

প্রতি মাসের বিদ্যুৎ বিল হিসাব করার একদম সহজ পদ্ধতি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি।আসা করি যারা সরকারি চাকরীর জন্য পরীহ্মা দিবেন,যারা ইন্জিনিয়ারিং পড়াশোনা করেন এবং সবার জন্যই এই ভিডিওটি অনেক দরকারে আসবে।ভিডিওটি ভালো লেঘে থাকলে সাবসক্রাইভ করে সাথেই থাকুন।

ডিপিডিসি বিদ্যুৎ ট্যারিফ প্লান (২০২২ থেকে কার্যকর)

বাসা-বাড়ির বিদ্যুৎ বিলে কয়েকটি স্লাব থাকে, স্লাবগুলো আগে জেনে নেওয়া যাক।যদি আপনার বিল ৫০ ইউনিট এর বেশি না হয় তাহলে ৫০ ইউনিট এর বিল হবে ৩.৭৫ টাকা হারে। আপনার মাসিক বিল যদি ৫০ ইউনিটের বেশি হয় তাহলে নিচের স্লাব অনুযায়ি বিদ্যুৎ বিল হিসাব হবে।

  • ০০-৭৫ ইউনিট= প্রতি ইউনিট ৪.১৯ টাকা হারে ।
  • ৭৬-২০০ ইউনিট= প্রতি ইউনিট ৫.৭২ টাকা হারে ।
  • ২০১-৩০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.০০ টাকা হারে ।
  • ৩০১-৪০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.৩৪ টাকা হারে।
  • ৪০১-৬০০ ইউনিট= প্রতি ইউনিট ৯.৯৪ টাকা হারে এবং
  • ৬০১ প্লাস ইউনিট= প্রতি ইউনিট ১১.৪৬ টাকা হারে ।

১লা মার্চ, ২০২০ থেকে ডিপিডিসি এই নতুন ট্যারিফ হার কার্যকর করেছে। সূত্রঃ ডিপিডিসি ওয়েব সাইট।

http://www.bpdb.gov.bd/site/office_citizen_charter/3a86cbbc-b051-423d-b274-db3f7c2e9a65/-

এর বাইরে আপনাকে আরও যা জানতে হবে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য তা হলো-

  • নেট বিল = এনার্জি বিল+ মিটার বিল
  • এনার্জি বিল = পুরা মাসে ব্যবহৃত মোট ইউনিট (kWh) X ইউনিট প্রতি মূল্য (উপরে দেয়া আছে)
  • মিটার বিল = ডিমান্ড চার্জ + সার্ভিস চার্জ
  • ডিমান্ড চার্জ = ১৫ টাকা প্রতি কিলোওয়াট
  • সার্ভিস চার্জ = সিঙ্গেল ফেস ১০ টাকা, ৩০ টাকা থ্রি ফেস
  • ভ্যাট = নেট বিলের ৫%  ।
  • সময়মত বিল না পরিশোধ না করলে জরিমানা = নেট বিলের ৫%  ।

এবার আসুন কিছু সহজ ইঞ্জিনিয়ারিং টার্ম শিখি যা আপনার কারেন্ট বিল হিসাব করার জন্য লাগবে-

  • ১ kWh= ১ ইউনিট ( kWh = কিলোওয়াট আওয়ার )
  • ১ hp= ৭৪৬ ওয়াট ( hp = হর্স পাওয়ার )
  • ১০০০ W= ১ kW ( W= ওয়াট, kW = কিলোওয়াট )
  • h = সময়ের একক ঘন্টা ( h = আওয়ার )
  • ১ মাস = ৩০ কিংবা ৩১ দিন ( যে মাসে হিসাব করবেন )
  • এবার আসুন আপনার বাসার বিদ্যুতের ব্যবহার দেখে নেই

    ১। লাইট ২৫ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ৫ টি, দৈনিক ব্যবহার গড়ে ৫ ঘন্টা।

    ২। সিলিং ফ্যান ৮০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ৩ টি, দৈনিক ব্যবহার গড়ে ১২ ঘন্টা।

    ৩। টেলিভিশন এলইডি ৫০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ৪ ঘন্টা।

    ৪। ল্যাপটপ ৫০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ৪ ঘন্টা।

    ৫। রেফ্রিজারেটর ১৫০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ১২ ঘন্টা।

    ৬। এয়ার কন্ডিশনার ১৮০০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ৮ ঘন্টা।

    ৭। আয়রন ১০০০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ০.৫ ঘন্টা বা ৩০ মিনিট।

    ৮। ওয়াসিং মেশিন ৫০০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ১ ঘন্টা

    ৯। মাইক্রোওভেন ১৫০০ ওয়াট প্রতিটি, আপনার বাসায় আছে ১ টি, দৈনিক ব্যবহার গড়ে ০.০৮ ঘন্টা বা ৫ মিনিট।

    খুব সহজে মিটার দেখে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবো

    আপনার বাসায় যদি উপরে উল্লেখিত যন্ত্রাদির গড় ব্যবহার এরকমই হয় তাহলে ৩০ দিনে আপনার বাসার বিদ্যুতের লোড হিসাব হবে এভাবে-

    ১। লাইট = ২৫ ওয়াট X ৭টি  X ৬ ঘন্টা X ৩০ দিন= ১৮,৭৫০ ওয়াট-ঘন্টা।

    ২। সিলিং ফ্যান = ৮০ ওয়াট X ৩টি  X ১২ ঘন্টা X ৩০ দিন = ৮৬,৪০০ ওয়াট-ঘন্টা।

    ৩। এলইডি টেলিভিশন = ৫০ ওয়াট X ১টি  X ৪ ঘন্টা X ৩০ দিন= ৬,০০০ ওয়াট-ঘন্টা।

    ৪। ল্যাপটপ = ৫০ ওয়াট X ১টি  X ৪ ঘন্টা X ৩০ দিন= ৬,০০০ ওয়াট-ঘন্টা।

    ৫। রেফ্রিজারেটর = ১৫০ ওয়াট X ১টি  X ১২ ঘন্টা X ৩০ দিন= ৫৪,০০০ ওয়াট-ঘন্টা।

    ৬। এয়ার কন্ডিশনার = ১৮০০ ওয়াট X ১টি  X ৮ ঘন্টা  X ৩০ দিন= ৪৩২,০০০ ওয়াট-ঘন্টা।

    ৭। আয়রন = ১০০০ ওয়াট X ১টি  X ০.৫০ ঘন্টা X ৩০ দিন= ১৫,০০০ ওয়াট-ঘন্টা।

    ৮। ওয়াসিং মেশিন = ৫০০ওয়াট X ১টি  X ১ ঘন্টা X ৩০ দিন= ১৫,০০০ ওয়াট-ঘন্টা।

    ৯। মাইক্রোওভেন = ১৫০০ওয়াট X ১টি  X ০.০৮ ঘন্টা X ৩০ দিন= ৩,৬০০ ওয়াট-ঘন্টা।

    সর্বমোট লোড= ৬৩৬৭৫০ ওয়াট-ঘন্টা = ৬৩৬৭৫০ ওয়াট-ঘন্টা/ ১০০০= ৬৩৬.৭৫ kWh কিলোওয়াট-ঘন্টা কিংবা ৬৩৬.৭৫ ইউনিট বিল।

    বর্তমান ট্যারিফ প্লান স্লাব অনুযায়ি এনার্জি বিল = ৭৫ X ৪.১৯ + ১২৫ X ৫.৭২ + ১০০ X ৬ + ১০০ X ৬.৩৪ + ২০০ X ৯.৯৪ + ৩৬.৭৫ X ১১.৪৬ = ৪,৬৭২.৪১ টাকা

    এর সাথে, চার্জ = ২১০ টাকা সহ মোট= ৪,৮৮২.৪১ টাকা (থ্রি ফেস লাইনে ২১০ টাকা )

    ভ্যাট ৫% = ২৪৪.১২ টাকা

    তাহলে, ভ্যাট ৫%  আপনার সর্বমোট বিল দিতে হবে= ৫,১২৬.৫৩ টাকা

    এটা আপনার বিলের একটা গড় হিসাব, আপনি চাইলে আপনার ব্যবহৃত যন্ত্রাদির ব্যবহার কম বেশি করে বিদ্যুৎ বিল কমাতে পারেন। যেমন আপনার কিচেন কিংবা টয়লেটে কম ওয়াটের লাইট ব্যবহার করে কিংবা এয়ার কন্ডিশনার এর তাপমাত্রা বাড়িয়ে রেখে অথবা যখন রুমে থাকবেননা তখন রুমের লাইট/ফ্যান বন্ধ রেখে। বিদ্যুৎ বিল হিসাব করাটা আশা করি আপনি বুঝতে পেরেছেন|

  • এসির বিদ্যুৎ বিল হিসাব

    আজকাল বাংলাদেশে যে গরম পরে, অনেকেই এসি কেনার কথা ভাবছেন। আর এসি কেনার আগে অনেকেই চান এসির বিদ্যুৎ বিল হিসাব করে নিতে। উপরের লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে থাকলে আপনি নিশ্চই অলরেডি হিসেব করে ফেলেছেন।

    যদি না করে থাকেন, আমি আপনাকে আবারও সাহায্য করছি। প্রথমে জেনে নিন একটি এসি কত ওয়াটের হয়ে থাকে। আপনার অবগতির জন্য জানাচ্ছি একটি এক টনের এসি সাধারণত ১২০০-১৩০০ ওয়াট, দেড় টনের এসি ১৮০০-১৯০০ ওয়াট এবং দুই টনের এসি ২১০০-২২০০ ওয়াট হয়ে থাকে।

    এবার উপরের নিয়ম অনুযায়ী হিসেব কষে নিন। উপরে দৈনিক ৮ ঘন্টা চলার কথা মাথায় রেখে একটি হিসেব করা আছে। মনে রাখবেন, আপনার বাসার অন্যান্য হোম এপ্লায়েন্স এর বিল সহ বিলের স্লাব অনুযায়ী আপনাকে হিসেব করতে হবে।

    এই গরম আপনি চাইলেই ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে বেশিরভাগ এসি কিনতে পারবেন। ক্রেডিট কার্ড থাকলে আপনাকে আলাদা ব্যাংক লোনের কথা মাথায় আনতে হবেনা।

    ও হ্যা, অনেকেই আপনাকে ইনভারটার সহ এসি কেনার ব্যাপারে উৎসাহিত করতে পারে। এতে খরচও অনেক বেশি, কিন্তু এতে আদৌ কোন লাভ আছে বলে আমি মনে করি না। কারণ টানা ৮ ঘন্টা যদি আপনি এসি না চালান ইনভারটার এসিতে বিলের কোন তারতম্য হয় না।

    তাই বেশি দামে ইনভারটার এসি কেনার আগে বিষয়টা ভাল ভাবে জেনে বুঝে কিনবেন।

    একটি স্যাম্পল কারেন্ট বিল আপনাদের রেফারেন্সের জন্য দেয়া হল

    বিদ্যুৎ বিল হিসাব
সহজে বৈদ্যুতিক এনার্জি বা ইউনিট নির্নয় করার পদ্ধতি।
====================
আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি ? 
তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ণনা করব।


প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে। 

সাধারন একটি নমুনা নিচে দেওয়া হলঃ
............................
১. লাইট = ১৫-২০০ ওয়াট।
২. ফ্যান = ৫০-৮০ ওয়াট।
৩. টেলিভিশন = ২৫-১৫০ ওয়াট।
৪. ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০ ওয়াট।
৫. ল্যাপটপ = ২০-৬০ ওয়াট।
৭. রেফ্রিজারেটর = ৮০-২০০ ওয়াট।
৮. এসি = ১০০০-৩০০০ ওয়াট।
৯. আয়রন = ৫০০-১০০০ ওয়াট।
১০. পাম্প মোটর =১/৮-৩ HP
...........................

এবার মূল আলোচনায় আসি।
---------------------------
বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হলঃ

W = V×I×T Watt-Sec.

এখানে, W = বৈদ্যুতিক এনার্জি। 
V = ভোল্টেজ।
I = অ্যাম্পিয়ার।
T = সময়।
...........

আবার, পাওয়ার P = VI
অর্থাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনার্জি।

বৈদ্যুতিক এনার্জির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (KWH) বা ইউনিট।

তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা।
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P = V×I÷1000 KW. আর থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P = V×I×√3÷1000 KW.

তাহলে পাওয়ার বের করার পর সময় গুন করলে আমরা ইউনিট পেয়ে যাব।

উদাহরনঃ একটি বাসায় ৩০ ওয়াটের ৫টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ ওয়াটের ৩টি পাখা দৈনিক ১২ ঘন্টা, ৫০ ওয়াটের ১টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা এবং পানির পাম্প ১/৮ এইচপি মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনিট হবে?
..........................

সামাধানঃ
৩০ ওয়াট ৫টি লাইটের জন্য: W1= ৩০×৫×৮ =১২০০ কিলোওয়াট।

৬৫ ওয়াট ৩টি পাখার জন্য: W2 = ৬৫×৩×১২ = ২৩৪০ কিলোওয়াট।

৫০ ওয়াট ১টি টেলিভিশনের জন্য: W3 = ৫০×১×১০ = ৫০০ কিলোওয়াট।

১/৮ HP মোটরের জন্য: W4 = (১/৮)×৭৪৬×৩ = ২৭৯.৭৫ কিলোওয়াট।
[১ এইচপি = ৭৪৬ ওয়াট]

অতএব, ১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+W4
= (১২০০+ ২৩৪০+৫০০+ ২৭৯.৭৫) কিলোওয়াট। 
= ৪৩১৯.৭৫ কিলোওয়াট।

= ৪.৩২ কিলোওয়াট আওয়ার।

৩০ দিনে মোট এনার্জি খরচ হয় = ৩০×৪.৩২ কিলোওয়াট আওয়ার।
=১২৯.৬ কিলোওয়াট আওয়ার (ইউনিট)। 

উত্তর = ১২৯.৬ কিলোওয়াট আওয়ার (ইউনিট)।

প্রতি মাসের বিদ্যুৎ বিল হিসাব করার সহজ পদ্ধতি জেনে নিন।How to Calculate Electrical Bill


যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে নিচের ঠিকানায়। Any need or help you can contract with me on Facebook. My Facebook page

https://www.facebook.com/Alaminitbd 

কেনাকাটা সম্পর্কে ভিডিও দেখতে চাইলে নিচের লিংকে গিয়ে আমার অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। My  Second YouTube channel

https://www.youtube.com/Alaminitbd 

Thank you so much for follow and read Description Box.
বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি || How to Calculate Electricity  Bill

How to Calculate Electrical Bill,how to calculate electric bill,Calculate Electrical Bil,calculation electricity bill,Electrical Bill,electric bill calculation,kivabe biddut bill hisab korte hoy,bangladesh,
bangla,tutorial,digital meter,বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,how to calculate electricity bill,calculate electrical bil,biddut unit,বিদ্যুৎ বিল,electric unit,কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করা হয়,vanga Kutir,

#how_to_calculate_electricity_bill
#Calculate_Electrical_Bil
#calculation_electricity_bill
#বিদ্যুৎ_বিল

Tag:
কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয় how to calculate electricity bill বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,প্রতি মাসের বিদ্যুৎ বিল হিসাব করার সহজ পদ্ধতি,বিদ্যুৎ বিল হিসাব,বিদ্যুৎ বিল,Electrical Bill,Calculate Electrical Bil,
digital meter,Calculate Electrical Bil,calculation electricity bill,electric bill calculation,kivabe biddut bill hisab korte hoy,,biddut unit,কারেন্ট বিল হিসাব,How to Calculate Electrical Bill,বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করা হয়,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.