OrdinaryITPostAd

সিলেবাস অনুযায়ী ডিগ্রী বিষয় বা কোর্স সমূহঃ Top 5 subject for Degree pass course National University

 ♦️সিলেবাস অনুযায়ী ডিগ্রী বিষয় বা কোর্স সমূহঃ Top 5 subject for Degree pass course   National University




ডি‌গ্রী‌তে ভ‌র্তিঃ

যারা ডিগ্রীতে ভর্তি হবে


👉সিলেবাস অনুযায়ী ডিগ্রী বিষয় বা কোর্স সমূহঃ Top 5 subject for Degree pass course   National University


📖 ডিগ্রীর৪টি অনুষদ/ গ্রুপ


১) BA ২) BSC ৩) BBS  ৪)BSS


***BA-- Bachelor of Arts,

***BSc-- bachelor of Science 

***BBS-- Bachelor of business Study,

***BSS-- Bachelor of social science


#BA_Pass এর বিষয় সমূহ_______




বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয সমূহঃ-

১ম বর্ষে= স্বাধীন বাংলা‌দে‌শের অভ্যুদয়ের ইতিহাস

২য় বর্ষে = বাংলা জাতীয় ভাষা

৩য় বর্ষে = ইংরেজি -------নৈর্বাচনিক **


 #BAবিষয়সমূহঃ--------


নিচের ক/খ/গ যে কোনো ৩টি গুচ্ছ থেকে ১টি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।

ক) গুচ্ছ:- ইতিহাস ইসলামের ইতিঃ ও সংস্কৃতি

খ) গুচ্ছ:- দর্শন

গ) গুচ্ছ:- অর্থনীতি/রাষ্ট্রবিঃ/সমাজকর্ম

.

#_BSS_Pass এর বিষয় সমূহ_______


বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয সমূহঃ-

১ম বর্ষে= স্বা. বা. অভ্যুদয়ের ইতিহাস

২য় বর্ষে = বাংলা জাতীয় ভাষা

৩য় বর্ষে = ইংরেজি --------নৈর্বাচনিক

 বিষয়সমূহঃ--------

নিচের ক গুচ্ছ থেকে যে কোন ২টি

এবং খ গুচ্ছ থেকে যে কোন ১টি করে

মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।

ক-গুচ্ছ:-

রাষ্টবিজ্ঞান বা অর্থনীতি (যে কোনো ১টি)

এবং সমাজকর্ম 

খ-গুচ্ছ:- ইসলামের ইতিঃ ও সংস্কৃতি/দর্শন/অর্থনীতি


BSC_Pass এর বিষয় সমূহ_______


বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয সমূহঃ-

১ম বর্ষে= স্বা. বা. অভ্যুদয়ের ইতিহাস

২য় বর্ষে = বাংলা জাতীয় ভাষা

৩য় বর্ষে = ইংরেজি


------- নির্বাচনিক বিষয়সমূহঃ --------


ক-গুচ্ছ: থেকে ২টি এবং খ-গুচ্ছ: থেকে ১টি

অথবা গ-গুচ্ছ: থেকে ২টি এবং ঘ-গুচ্ছ: থেকে ১টি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।

বিঃদ্রঃ ক থেকে ২টি ও গ বা ঘ থেকে নেয়া যাবে না

বা গ থেকে ২টি ৩ ক বা খ থেকে ১টি নেয়ে যাবে না। নিলে ক ও খ বা গ বা ঘ থেকে নিতে হবে।

(নির্বাচিত বিষয়সমূহ উচ্ছ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাঠিত হিসাবে থাকতে হবে।


BBS_Pass এর বিষয় সমূহ_______


বাধ্যতামূলক ৩টি আবশ্যিক বিষয সমূহঃ-

১ম বর্ষে= স্বা. বা. অভ্যুদয়ের ইতিহাস

২য় বর্ষে = বাংলা জাতীয় ভাষা

৩য় বর্ষে = ইংরেজি


-------- নৈর্বাচনিক বিষয়সমূহঃ-------


ক গুচ্ছ থেকে ২টি এবং খ গুচ্ছ থেকে ১ করে

মোট ৩তি বিষয় নির্বাচন করতে হবে।

ক-গুচ্ছ:- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা

খ-গুচ্ছ:- মার্কেটিং/ অর্থনীতি


✍️ডিগ্রি ৩ বছরের স্নাতক(পাস)কোর্স।অনার্সে আপনাকে যে সাবজেক্ট দিবে সে সাবজেক্ট দিয়ে অনার্স ও মাস্টার্স

করতে হবে। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়।

✍️একজন স্টুডেন্ট কে নিজের পছন্দমত

ডিগ্রিতে পঠিত ৩ সাবজেক্ট থেকে ১টি নিয়ে মাস্টার্স করা যাবে।

🧑‍🤝‍🧑অনার্স কমপ্লিট করে ১ বছর লাগবে মাস্টার্স করতে আর ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স করতে ২ বছর লাগবে।

🎓ডিগ্রি শেষ করে মাষ্টার্স ১ম পার্ট মানে ১ম বছর শেষ করলে অাপনি অনার্সের সম মান পাবেন। 

তখনঅনার্স = ডিগ্রী + মাষ্টার্স ১ম পার্ট বা বছর।


💍গ্রেডিং পদ্ধতিঃ ২০১৩-১৪ সেশন থেকে ডিগ্রি তে সিজিপিএ সিস্টেমে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে। সুতরাং রেজাল্ট অনার্সের মতই সিজিপএ সিস্টেমে বের হবে।


 🎁নোট🎁 ডিগ্রিতে উপবৃত্তির ব্যবস্থা ও আছে 

বছরে ৪৯০০ টাকা😊😊😊


🌐ভবিষ্যৎ ভাবনাঃ 


ডিগ্রী করে অনেকের মাঝে সব থেকে বড় অাতঙ্ক হল নিজেদের মনের ভয়।হ্যা, অামি যা বলছি তা সত্যি নিজেদের মনের অাতঙ্ক টাই অাপনাদের কাল হয়ে দাড়িয়েছে। শিক্ষা অামাদের চালিয়ে যেতে হবে এটাই মূখ্য। ডিগ্রি পড়ে কেন কিছু করা যাবে না এটাই হচ্ছে আমাদের সবচেয়‌ে বড় ভূল।

এখন অাসি মূল কথায়। পড়াশুনা বন্ধ করবেন না দয়া করে। অনার্সে চান্স না পেলে অার অার্থিক সমস্যা থাকলে ডিগ্রীতে ভর্তি হবার চেষ্টা করবেন। কে কি বলছে তার কথা শুধু কানে নিবেন কিন্তুু মাথায়

নিবেন না। কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তাকে মুখে

জবাব দিতে হয়না। জবাব দিবেন অাপনার সফলতা দিয়ে .......


১) ডিগ্রীর রেজাল্ট যেহেতু জিপিএ তে দিবে।

সুতরাং ভালো সিজিপএ রাখবেন বাধ্যতামূলকভাবে।

২) টিউশনি / জব করবেন নিজের পড়ালেখা কে ঠিক রেখে । যেটাই করবেন যেন কোনটার জন্য কোন ক্ষতি না হয়।

৩) ডিগ্রি পড়াকালীন কোমড় বেধে BCS + IBA MBA প্রস্তুুতি নিন।(ডিগ্রি + মাষ্টার্স ১ম পর্ব)শেষ করে বিসিএস সহ অন্যান্য  চাকুরীর পরীক্ষা দিতে পারবেন।

সর্বশেষে বলবো যারা পারে তারা পথ দেখায়

অার যারা পারেনা তারা পথের কাটা হয়ে দাড়ায়

তাই নিজে কিছু করার চেষ্টা করুন।

সকলের প্রতি অনেক অনেক শুভ কামনা রইল।

ধন্যবাদ..


🤔ডিগ্রির  ভর্তি সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো....

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪